
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
২২ আগস্ট শুক্রবার মহারাজা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরের ঐতিহ্যবাহী ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
দিনাজপুর ফুটবল ফেডারেশন এর সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক।
স্বাগত বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও উক্ত টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মোঃ রেহাতুল ইসলাম খোকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চাউল কল মালিক গ্রুপ এর সভাপতি মোসাদ্দেক হুসেন, দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, সহ সভাপতি মোঃ শামীম কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের সাধারণ সম্পাদক একেএম আজাদ, এসআরএ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর অধ্যক্ষ ও পরিচালক মোঃ মোস্তাহিদ আসিফ, মহারাজা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম।
সূচনা বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ শপু আহমেদ। শুভেচ্ছ বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির আপেল।
দ্বিতীয় পর্বে পুরষ্কার বিতরণ করেন বিএনপি নেতা হাফিজুর রহমান সরকার।
উদ্বোধনী খেলায় অংশ নেয় দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ বনাম শাপলা পাঠাগার ও সংঘ পঞ্চগড়। ২-২ গোলে ড্র হলে ট্রাইবেকারে ৩-৪ গোলে দাউদপুর ফুটবল একাডেমি নবাবগঞ্জ জয়লাভ করে।
শনিবার মাঠে নামবেন রানীবন্দর ফুটবল একাডমি বনাম ডাব্লু,এফ,সি ফুলবাড়ী। ধারাভাষ্কর হিসেব ধারাবর্ণনা করেন এমএ রফিক এবং রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ ওবায়েদুর রহমান, মতিউর রহমান, মোস্তাফিজুর রহমান ও ফয়জার রহমান।