গাজীপুর কাশিমপুরে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগে দেলোয়ার হোসেনসহ ,৬ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ

জুলফিকার আলী জুয়েলঃ

গাজীপুর মহানগর কাশিমপুর ৩ নং ওয়ার্ডের লালদীঘি মাদ্রাসা এলাকায় একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ ওঠে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে জয়দেবপুরের রাজবাড়ী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক দেলোয়ার হোসেন কাশিমপুর ৬ নং ওয়ার্ডের জরুন এলাকার ওহাব মির্জার ছেলে। অভিযোগ অনুযায়ী, তিনি স্ত্রী হাসিনা আক্তার এবং সহযোগী বাবুর সহায়তায় ভুক্তভোগী স্বপনের কাছ থেকে ৭০ লাখ টাকা নেন। প্রথমে ৩০ লাখ টাকায় বায়নাপত্র করে, পরবর্তীতে আরও ৪০ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু পরে প্রতারণার মাধ্যমে জমির দলিল নিজের স্ত্রীর নামে সম্পাদন করেন।

এ ঘটনায় স্বপন সরকার কাশিমপুর থানায় লিখিত অভিযোগ করলে হাসিনা আক্তার, দেলোয়ার হোসেন ও বাবুর বিরুদ্ধে মামলা দায়ের হয়।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন একই জমি দুজনের কাছে বিক্রির অভিযোগে হাসিনা আক্তার দেলোয়ার হোসেন ও বাবু নামে মামলা হয়েছে এদের মধ্যে দেলোয়ার হোসেন এবং অন্যান্য মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি পাঁচজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

স্থানীয়দের অভিযোগ, কাশিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত প্রতারণার ঘটনা ঘটে আসছে। আটককৃত দেলোয়ার হোসেন পূর্বেও এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে পুলিশ বলছে— মামলার তদন্ত সুষ্ঠুভাবে চালিয়ে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

Leave a Reply