
আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ১১ সেপ্টেম্বর ২০২৫ ইং দিনব্যাপী বেসরকারী সংস্থা নারীপক্ষের আয়োজনে ও স্থানীয় সহযোগী সংগঠন “সাইডো” এর সহযোগীতায় “তরুণ প্রজন্মের সফলতার গল্প” নিয়ে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন ও সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সদর উপজেলার নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলাউদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহ-উপ-পরিচালক সফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার।
অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার, কবিতাচক্রের সভাপতি ও সাবেক যুব উন্নয়ন কর্মকর্তার মু. আল আমীন বাকলাই, সদস্য নাফিউল ও শামসুন নাহার।
সঞ্চালনায় ছিলেন তারুন্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের সদস্য হাফিজা ও বাছেদ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সম্মেলনে “তরুণ প্রজন্মের সফলতার গল্প”, আবৃত্তি, সংগীত ও আলোচনা অনুষ্ঠিত হয়।