
সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাউল সাধক,মালজোড়া বাউল গানের স্রষ্টা রশিদ উদ্দিন এঁর ৬১ তম প্রয়াণ দিবস উদযাপিত হয়েছে ।
বাউল সাধক রশিদ উদ্দিন একাডেমির আয়োজনে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার রাতে বাউল সাধক রশিদ উদ্দিন মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল, আলোচনা ও স্বর্ণ উৎসব অনুষ্ঠিত হয় । সংগঠনের সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক সৈয়দ সময় এর পরিচালনায়
ও বাউল সাধক রশিদ উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র,সদস্য আল আমিনের সভাপতিত্বে
স্বরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাউল সাধক রশিদ উদ্দিন একাডেমির সাধারণ সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম । অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন , ট্রাস্টি সদস্য ও একাডেমির অর্থ সম্পাদক মোঃ আব্দুস সালাম , সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বিপ্লব , সাংবাদিক আবুল কালাম, সাংবাদিক প্রণব রায় রাজু প্রমুখ । বক্তব্য রাখেন , ম কিবরিয়া চৌধুরী হেলিম , সৈয়দ সময়, আব্দুস সালাম ও আব্দুল ওয়াহাব ।
প্রধান অতিথির বক্তব্যে ম কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, প্রকৃত মানুষের খুঁজে বাউল সাধক রশিদ উদ্দিন অসংখ্য কবিতা ও মরমী , দেহ তত্ত্ব , সৃষ্টি তত্ত্ব, আধ্যাত্মিক সহ অনেক গান লিখেছেন । মানুষের কল্যাণে ও মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন । বাউল আব্দুল করিম শাহ , বাউল জালাল উদ্দিন খাঁ , বাউল চাঁন মিয়া, বাউল আলী হোসেন সরকার, বাউল অন্ধ তোয়ব আলী , বাউল ইদ্রিস মিয়া সহ দেশের অসংখ্য গুণী বাউল শিল্পীগণ তার শিষ্য রয়েছেন । তার লেখা গানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান । আলোচনার পর বাউল হবিল সরকার, বাউল ফকির চানসহ নেত্রকোনার বাউলরা বাউল গান পরিবেশন করেন।