
জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে আলোচিত হোটেল মুন আবাসিকের প্রোপাইটর স্বপন মিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। সাবেক তিন কর্মচারী থানায় জিডি করে জানিয়েছেন— চাকরিতে যোগ দেওয়ার সময় জোরপূর্বক তাদের দিয়ে খালি স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। চাকরি ছাড়ার পর বহুবার ফেরত চাইলে কাগজপত্র ফেরত না দিয়ে বরং ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
অভিযোগপত্রে জানা যায়, রংপুরের মিঠাপুকুরের বাসিন্দা মোঃ রবিউল ইসলাম (৪২) প্রায় তিন বছর আগে ওই হোটেলে চাকরি নেন। শুরুতেই তাকে একটি ১০০ টাকার খালি স্ট্যাম্প ও কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। গত ছয়-সাত মাস আগে চাকরি ছাড়ার পর তিনি বারবার কাগজ ফেরত চান। কিন্তু সম্প্রতি ফের চাইতে গেলে মালিক তাকে হুমকি দেন।
একই অভিযোগ করেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা মোঃ জুয়েল মিয়া (৪২)। দেড় বছর আগে তিনি হোটেল মুন আবাসিকে ম্যানেজার হিসেবে যোগ দেন। চাকরির শর্ত হিসেবে তাকেও খালি স্ট্যাম্পে স্বাক্ষর করতে হয়। সাত মাস আগে চাকরি ছাড়ার পর আজও সেই কাগজ ফেরত পাননি। উল্টো কাগজ চাইলে তাকেও ভয়ভীতি দেখানো হয়েছে।
তৃতীয় অভিযোগ এসেছে সিরাজগঞ্জের কাজীপুরের বাসিন্দা মোঃ মাসুদ রানা (৩৬)-এর কাছ থেকে। তিনি তিন বছর আগে হোটেল মুন আবাসিকে চাকরি নেন। শুরুতেই তার কাছ থেকেও খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এক বছর আগে চাকরি ছাড়লেও আজ পর্যন্ত কাগজ ফেরত পাননি। কদিন আগে ফের চাইতে গেলে তাকেও হুমকি দেওয়া হয়।
একই ধরনের অভিযোগে আতঙ্কিত হয়ে পড়েছেন সাবেক এই কর্মচারীরা। তারা জানিয়েছেন, যেকোনো সময় স্বপন মিয়া ওই কাগজগুলো অপব্যবহার করতে পারেন। তাই নিজেদের নিরাপত্তা ও আইনের সুরক্ষার জন্য তারা থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগগুলো আমলে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।