গাজীপুর-৬ আসনে আমাকে মনোনয়ন দিলে আসনটিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো : এমপি প্রার্থী আরিফ হোসেন হাওলাদার

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানা ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবগঠিত গাজীপুর-৬ (টঙ্গী পূর্ব, পশ্চিম, পূবাইল ও গাছা) সংসদীয় আসনের এমপি প্রার্থী মো: আরিফ হোসেন হাওলাদার।


মতবিনিময় সভায় আরিফ হোসেন হাওলাদার বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকের্মী আমার সাথে আছেন। দল আমাকে মনোনয়ন দিলে আমি  সবাইকে নিয়ে গাজীপুর-৬ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।


তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে গাজীপুর-৬ আসন থেকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিবো। আমি আশা করছি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীর্ষ মার্কায় বিপুর ভোটে বিজয়ী হবো। এ সময় তিনি গাজীপুর ও টঙ্গীতে কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।


বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগর শাখা সাবেক সহ সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক, হাফিজ, কাজী কিবরিয়া, আমজাদ হোসেন সরকার, রুবেল, শাহ আলম প্রমুখ।

Leave a Reply