টঙ্গীতে সন্ত্রাসীদের কবলে ব্যবসায়ী, মোবাইল ও নগদ অর্থ লুটপাট


নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরের টঙ্গীতে ভয়ঙ্কর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে বড় দেওড়া পুরান মসজিদের সামনে সশস্ত্র সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোন ও বিপুল পরিমাণ নগদ টাকা ছিনিয়ে নেয়।


অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর জেলার শ্রীবরদী থানার ধাতুয়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে বড় দেওড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত জয়নাল (৩৫) পেশায় গরুর ব্যবসায়ী। ঘটনার রাতে তিনি গরু বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা নিয়ে সঙ্গী আলম শেখ (৫১) ও স্বপন খাঁ (৪২) সহ বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।


অভিযুক্তরা হলেন মৌসুম মন্ডল (৩০), তারেক আল আজিজ (৩২), রুবেল (২৬) এবং অজ্ঞাতনামা আরও ৮-১০ জন। তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় প্রতিরোধ করলে জয়নালের ঘাড়ে চাপাতির হাতল দিয়ে আঘাত করা হয় এবং জোরপূর্বক তার কাছ থেকে একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল (মূল্য প্রায় ১৪,৯০০ টাকা) ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এছাড়া আলম শেখের কাছ থেকে ৩৬,৫০০ টাকা এবং স্বপন খাঁর কাছ থেকে ১০,৩০০ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।


অভিযোগকারীরা জানান, প্রতিরোধের সময় আলম শেখ ও স্বপন খাঁকেও এলোপাতারি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এদিকে, ঘটনার একটি ভিডিওতে দেখা যায়—অস্ত্রধারী সন্ত্রাসীদের হাত থেকে কিছু আলামত উদ্ধারের ফুটেজও রয়েছে। ভিডিও ধারণকারীকেও বলতে শোনা যায়, “হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিয়ে সাইজ করতে হবে।” এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
অভিযোগের বিষয়ে জানতে মৌসুম মন্ডলের মোবাইল নম্বরে ফোন দিলে তিনি কোনো স্পষ্ট জবাব দিতে রাজি হননি।


এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply