
মোঃ নজরুল ইসলাম, গাজীপুর :
গাজীপুর মহানগরের বোর্ডবাজারে জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গেটের সামনে দুর্নীতি ও স্বৈরশাসনবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন করেছে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদ, গাজীপুর মহানগর।
রবিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানবিরোধী শক্তি ও দুর্নীতি গ্রস্তদের দ্রুত অপসারণের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন এবং সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুগ্ম আহ্বায়ক মাওলানা সাইফুল ইসলাম,
খেলাফত মজলিস,মোঃ আহসান হাবিব,নাগরিক ঐক্য মোঃ কামাল উদ্দিন, গণসংহতি আন্দোলন মোঃ আমজাদ হোসেন,ভাষানী অনুসারী পরিষদ মোঃ সাইফুল ইসলাম চৌধুরী,রাষ্ট্রসংস্কার আন্দোলনের মিন্টু মিয়া, গন অধিকার আন্দোলন যুগ্ম সদস্য সচিব, মোঃ রবিন হোসেন,
গাজীপুর আইনজীবী সমিতি
এডভোকেট আবু বকর ছিদ্দিক,
বিপ্লবী ওয়াকস পার্টি মোঃ আবু হানিফ, এবি পার্টি মাসুদ জামাদ্দার রানা, এবি পার্টি
এডভোকেট সুলতানা রাজিয়া,
জাতীয় পেশাজীবী ঐক্য পরিষদের মোঃ রওশন আলম ও মোঃ আশরাফুল আলম,
বাংলাদেশ জামায়াতে ইসলামী
খন্দকার মোঃ আসাদুজ্জামান,
ন্যাশনাল ঐক্য পার্টি মোঃ ছিদ্দিকুর রহমান।
এছাড়াও এবি পার্টি, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ নিয়োগ এবং প্রভাবশালী মহলের হস্তক্ষেপের কারণে শিক্ষার্থীদের জীবন ও ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তাদের উত্থাপিত দাবিগুলো হলো: ১/ ২০২৪ সালের গণতুল্যমানবিরোধী কার্যকলাপে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণ।
২/ দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করে প্রশাসন থেকে অপসারণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ৩/ প্রশাসনকে দুর্নীতিমুক্ত ও নৈতিক নেতৃত্বে পরিচালিত করার জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন।
বক্তারা আরও বলেন, “আজ শুধু মানববন্ধন করলাম, কিন্তু দাবিগুলো না মানা হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অচল করে দেবো। তারা মনে করিয়ে দেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দুর্নীতি ও স্বৈরশাসন সবচেয়ে বড় অন্তরায়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতিবাজ ও স্বৈরাচার বিরোধীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে বক্তারা দল-মত নির্বিশেষে দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।