ঐতিহ্যবাহী কুয়াইশ চুহুর খাঁন দীঘির বৈশাখী মেলায় দর্শনার্থীদের ভীড় 

এম আবু হেনা সাগর,কুয়াইশ

বৈশাখের শুরুতে চট্টগ্রাম হাটহাজারী বুড়িশ্চরে ঐতিহ্যবাহী কুয়াইশ চুহুর খাঁন দীঘির বৈশাখী মেলা এবং বলি খেলায় দর্শনার্থীদের ভীড় যেন লক্ষনীয়। 

১১ এপ্রিল (শুক্রবার) কুয়াইশ শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ মাঠে এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়সহ দুরদুরান্তের নারী-পুরুষ দর্শনার্থীদের ভীড় চোখে পড়ার মতোই। 

মেলায় সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, কলেজের পুরো মাঠজুড়ে হরেক রকম দোকান পাঠে ভরপুর। ছোট্ট শিশু-কিশোরসহ বাচ্চাদের  খেলনা সামগ্রী,হরেক রকমের আচারের দোকান

পুতির দোকান,অল্পদামে কাপড়ের দোকান, হাত পাখা,চটপটি,ফুসকা,পাঁচমিশালী খাবার দোকান,নাগর দোলার সমাহার। নারী পুরুষরা ঘুরে ঘুরে দেখছেন বৈশাখী উৎসব। তবে এ মেলায় হারিয়ে যাওয়া গ্রামীন জনপদের হরেক রকমের খেলনা নানন্দিক দৃশ্য চোখে পড়ে। ঢোল আর বাঁশির সুর বিমোহিত করে তুলেন মেলায় আগত দর্শনা র্থীদের। 

পিতার সাথে মেলায় ঘুরতে যাওয়া জামি, সুবাহ খাবার কেনার পাশাপাশি বেলুন এবং বাঁশি ক্রয় করেন মেলা থেকে। 

মেলায় বগুড়া থেকে খেলনা বিক্রি করতে আসা আফতাব উদ্দিন মোল্লা প্রতিবেদককে জানান, দীর্ঘ ৪৬ বছর ধরে গ্রামবাংলা থেকে হারিয়ে যাওয়া সেই গ্রামীন ঐতিহ্য খেলনা সামগ্রী নিজ হাতে তৈরী পূর্বক বিক্রির এ পেশায় আটকে ধরে আছেন তিনি।

Leave a Reply