
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (সেপ্টেম্বর, ২০২৫) দুপুর ৩টায় দিনাজপুর সদরের লালুপাড়া “নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে” এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা রেজাউল করিম, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখা ও দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী। প্রধান বক্তা ছিলেন মাওলানা জোবায়ের সাঈদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোশাররফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি, মুফতি মোহাম্মদ নুরুল করিম, সহ-সভাপতি, আ.স.ম শামসুল বারী, সহ-সভাপতি, মাওলানা লিয়াকত আলী, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর।
এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রাসেল ইসলাম, সভাপতি, দিনাজপুর সদর শাখা; হাফেজ মাওলানা ফয়জুল্লাহ বুলবুল, সভাপতি, চিরিরবন্দর; হাফেজ আব্দুল ওয়াহিদ শাহ, সভাপতি, বোচাগঞ্জ; মুফতি আনোয়ারুল ইসলাম, সভাপতি, বিরল শাখা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। খেলাফতের মাধ্যমে ন্যায়নীতি নির্ধারণ হয়। দাওয়াতের কাজের মাধ্যমে আমরা সারা দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করবো। আমরা নারীর সমঅধিকার নয়, বরং ন্যায্য অধিকারে বিশ্বাসী। আমরা মরলেও এই দেশে থাকব, বাঁচলেও এই দেশে থাকব। বাংলার জমিন ছেড়ে আমরা কোথাও যাব না। আজকের এ কর্মী সম্মেলনের মাধ্যমে সবাইকে খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর পৌর শাখা। সঞ্চালনা করেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ও হাফেজ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর পৌর শাখা।