“নিপুণ হাতে প্রতিমা গড়ার উৎসব: গাজীপুর কাশেমপুরে শিল্পীদের দিনরাতের নিবেদন”

জুলফিকার আলী জুয়েলঃ

— মাটির গন্ধে ভরা এক নিবিড় পরিবেশ। নিভৃতে নিপুণ হাতের ছোঁয়ায় কারিগরেরা ব্যস্ত প্রতিমা তৈরির কাজে। বাঁশ, খড়, মাটি আর রঙের সংমিশ্রণে ধীরে ধীরে রূপ নিচ্ছে দেবী দুর্গা ও তার সঙ্গীরা।

প্রতিটি আঁচড়ে ফুটে উঠছে সৃজনশীলতার ছাপ, প্রতিটি তুলির আঁচড়ে লুকিয়ে আছে ভক্তির ছোঁয়া। দিন-রাত এক করে শিল্পীরা কাজ চালিয়ে যাচ্ছেন, সময়মতো প্রতিমা মণ্ডপে পৌঁছে দিতে।

শিল্পীদের মুখে ক্লান্তি থাকলেও চোখেমুখে আনন্দ আর তৃপ্তির ঝিলিক। কারণ, এই প্রতিমাই হবে পূজামণ্ডপের প্রাণ, হবে ভক্তদের উপাসনার কেন্দ্রবিন্দু।

এ যেন শুধু শিল্প নয়— এক ঐতিহ্যের ধারাবাহিকতা, ভক্তি আর আবেগের মিলনমেলা।

নিভৃতে নিপুণ হাতের ছোঁয়ায় যে প্রতিমা আজ রূপ নিচ্ছে, কয়েকদিন পরই সেটি আলোকিত করবে সারা পূজামণ্ডপ। শিল্পীর শ্রম আর বিশ্বাসের মেলবন্ধনই বাঙালির শারদীয় উৎসবকে করে তোলে প্রাণবন্ত ও বর্ণময়।

Leave a Reply