
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং নদ-নদীতে অবাধে মাছের প্রজনন ও চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। তারই ধারাবাহিকতায় সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চাপারহাটে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০, মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ এবং মৎস্য হ্যাচারি আইন-২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে প্রায় ৭৫০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট জাল ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহদি ইমাম, এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালীন, থানার এস আই, এ এস আই, সহ মৎস্য দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রশাসনের এ ধরনের নিয়মিত তদারকির ফলে স্থানীয় নদী ও জলাশয়ে অবাধে মাছের প্রজনন এবং মাছের ভান্ডার রক্ষা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য বিভাগ। একইসঙ্গে সচেতন মহল মনে করছে, এ ধরনের আইন প্রয়োগ জেলেদেরও অনুপ্রাণিত করবে অবৈধ কারেন্টজাল ব্যবহার থেকে বিরত থাকতে।