
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্র ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে র্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার মুজাফফরনগর এলাকায় অভিযান পরিচালনা করে।
বিকেল ৪টা ১৫ মিনিটে মোঃ জাকির হোসেন নামক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে তার দুই ছেলে মোঃ মানিক শেখ (২৩) ও মোঃ জাহিদ সৈনিক (১৯)-এর শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা দুটি প্লাস্টিকের বস্তায় মোট ২৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় উক্ত দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ মানিক শেখ (২৩), মোঃ জাহিদ সৈনিক (১৯),(উভয়ের পিতা: মোঃ জাকির হোসেন; সাং: মুজাফফরনগর; থানা: পার্বতীপুর; জেলা: দিনাজপুর)।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদক মামলা দায়েরপূর্বক পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।