দিনাজপুর শহরে সেনাবাহিনীর চেকপোষ্টের মাধ্যমে বিভিন্ন যানবাহনে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়


মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর


দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সেনাবাহিনীর চেকপোস্টের মাধ্যমে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে শহরে চলাফেরার নিয়ম বিধি নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, দিনাজপুর শহরের বড় মাঠ সংলগ্ন সি এন বি মোড় এ দুপুর ৩ টায় বিভিন্ন মোটরসাইকেলে ২জনের অধিক চলাচলকারীদের আটক করে বিভিন্ন নিয়ম নির্দেশনা প্রদান করেন উক্ত সেনাবাহিনীর চেকপোষ্টে দায়িত্বে নিয়োজিত অফিসার। মাথায় হেলমেট না থাকলে তাদের হেলমেট ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা এবং সেই সাথে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সাথে না থাকলে পরবর্তীতে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত সার্জেন্টের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয় দায়িত্বগত ট্রাফিক সার্জেন্ট রাশেদুল হাসান জানান মোট আটটি মোটর সাইকেলে প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট না থাকায় ৮ জনের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।

Leave a Reply