
জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুরের কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
১লা সেপ্টেম্বর (রোববার) বিকেলে অনুষ্ঠিত এ র্যালিতে থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা র্যালিতে যোগ দেন।
নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীরা সবসময় গণমানুষের পাশে রয়েছে।”
এ সময় নেতৃবৃন্দ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।