
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
২০২৫ সালের ৩ আগস্ট, বুধবার বিকাল ৩টায় দিনাজপুর সদরের গোপালগঞ্জে “আয়োজন ডেকোরেশন এন্ড কমিউনিটি সেন্টার”-এ বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর সদর শাখার উদ্যোগে দাওয়াতী মাস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের দাওয়াতী মাসের কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রেজাউল করিম, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, দিনাজপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জোবায়ের সাঈদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস, দিনাজপুর জেলা শাখা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। খেলাফতের মাধ্যমে ন্যায়নীতি নির্ধারণ করা হয়। দাওয়াতের কাজের মাধ্যমে আমরা সারা দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় একনিষ্ঠভাবে কাজ করবো।”
সভায় চেহেলগাজী ১ নম্বর ইউনিয়ন কমিটির সভাপতি নির্বাচিত হন মাওলানা মাসুদুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান হাফেজ আব্দুর রাকীব এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জুলফিকার হায়দার।
সভায় সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা রাসেল ইসলাম, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, দিনাজপুর পৌর শাখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিনিই।