বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:

২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামীকাল অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিকে সফল করতে নানা প্রস্তুতি ও দিকনির্দেশনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হকের জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, স্থগিত জেলা সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, কেন্দ্রীয় তাতীদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা তাতীদলের সভাপতি রেজাউল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন খান, পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক উত্তম কুমার রায় সহ পৌর বিএনপির ১২টি ওয়ার্ড এবং অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মন্ডল বকুল।

Leave a Reply