গাজীপুর মহানগর বিএনপি গৌরবোজ্জ্বল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছায় বিশাল বিজয় র‍্যালি করেন

নিজস্ব প্রতিনিধি :-

পহেলা সেপ্টেম্বর সোমবার বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বোর্ডবাজার, ঢাকা-ময়মনসিংহ রোড হয়ে বাসন বাইপাস সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল বিজয় র‍্যালির আয়োজন করেন মহানগর বিএনপি । এই র‍্যালিতে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

র‍্যালির নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি। এতে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, মহানগর যুবদলের সভাপতি সাজিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি  জাবেদ আহমেদ সুমন,  গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক সুবেল প্রধান।

টঙ্গী পশ্চিম থানা  স্বেচ্ছাসেবক দলের আহবায়ক  আবু বক্কর, সাধারণ সম্পাদক রাতুল ভূঁইয়া, গাছা থানা যুবদলের যুগ্ন আহবায়ক  সোলাইমান সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুষার, স্বেচ্ছাসেবক দলের গাছা থানার সাধারণ সম্পাদক মান্নান মন্ডল  সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

ব্যানার, ফেস্টুন, স্লোগান ও শোভাযাত্রার মাধ্যমে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে তোলা হয়। র‍্যালির মাধ্যমে গাজীপুর মহানগর বিএনপি তাদের বিজয়ের প্রত্যয় ব্যক্ত করে  দেশব্যাপী  গণতন্ত্র  রক্ষা এবং   আগামী নির্বাচনে  সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য কাজ করতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চাই তাদের দিকে দৃষ্টি রাখতে হবে নেতাকর্মীরা বক্তব্য জানান।

Leave a Reply