দিনাজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুরে র‍্যালী ও আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর-২০২৫) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৫টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সবাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রয়াত মন্ত্রী খুরশিদ জাহান হকের জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন।

জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্ত্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, বিএনপির সিনিয়র সহ সভাপতি মকরাম হোসেন প্রমূখ।

সমাবেশ শেষে দিনাজপুর শহীদ মিনার প্রাঙ্গণ

Leave a Reply