বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যারিস্টার মঈন আলম ফিরোজীর শুভেচ্ছা বার্তা

আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের মনোনয়নপ্রত্যাশী ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন আলম ফিরোজী বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। বর্তমান দিনটিকে উদযাপন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।


ব্যারিস্টার মঈন আলম ফিরোজী আরও সতর্ক করে বলেন, “স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। তাই আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং দলের আদর্শ ও গণতান্ত্রিক লক্ষ্য রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে।”


তিনি দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আহ্বান জানিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষভাবে দোয়া করতে এবং ৩১ দফার আলোকে আগামীর দেশ গঠনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিজেদের প্রস্তুত করতে হবে।

Leave a Reply