বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছা মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক :-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবোজ্জ্বল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর মহানগরী গাছা মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান।

তিনি বলেন, “দুঃসময়ের সাহসী কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী চেতনা এবং আগামীর আশা তারুণ্যের আইকন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ।”

এসময় তিনি আরো বলেন, “ভোটাধিকার আদায়, গণতন্ত্র রক্ষা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে বিএনপির প্রতিটি নেতা-কর্মী আজ দৃঢ় প্রত্যয়ে ঐক্যবদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমরা শপথ করছি—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবো, ও তারুণ্যের ৩১ দফা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ।

প্রসঙ্গত, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। এরপর থেকে দলটি দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের রূপকার একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দল। আমাদের সৌভাগ্য আমরা এমন একটি গণতান্ত্রিক দলের কর্মী হয়েছি।

Leave a Reply