ভালুকায় সেচ্ছাসেবক দলের আহ্বায়কের সংবাদ সম্মেলন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-


ময়মনসিংহের ভালুকায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদ উল্যাহ চৌধুরী ধ্রুব’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ভায়াবহ এলাকায় নর্প নীট ইন্ডাস্ট্রি লিমিটেড এর জমি সংক্রান্ত জেরে  বিভিন্ন পোর্টালে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে।

একটা কুচক্রী মহল ধ্রুব চৌধুরীকে রাজনৈতিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন ফেইক আইডি দিয়ে মিথ্যা কুৎসা রটনা করছে। কোম্পানির টিনসেড বাউন্ডারি থাকা সত্ত্বেও কিছু দালালচক্র কোম্পানির ক্রয়কৃত বৈধ জমিতে ঘর নির্মাণ করে জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে।

এসকল ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনে বৈষম্যহীন বাংলাদেশে ন্যায় বিচারের দাবী জানান স্বেচ্ছাসেবক দল নেতা ধ্রুব চৌধুরী।

Leave a Reply