
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট:-
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা জেলেপাড়া এলাকায় মোটরসাইকেল ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে তানভীর ইসলাম (২৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তানভীর ইসলাম মোটরসাইকেলযোগে কাকিনা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জেলেপাড়া এলাকায় একটি বালুবোঝাই ড্রামট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার পর ড্রামট্রাকটি ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, নিহত তানভীর ইসলাম কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।