
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামে আলোচিত ইউ পি সদস্য কে হত্যা মামলার প্রধান আসামী মোঃ মামুনুর রশিদ (৫০), পিতা-মৃত ময়েজ উদ্দিন মন্ডল, সাং-বাওনা, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করেন র্যাব-১৩। এভাবে র্যাবের হাতে গ্রেফতার হলে বিষয়টি দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক্স এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এরই ধারাবাহিকতায় ইংআজ ১৯/০৮/২০২৫ তারিখ সময় ভোর সোয়া ৪ টায় র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার সদর থানাধীন নতুন বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আলোচিত ইউপি সদস্যকে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মামুনুর রশিদ (৫০), পিতা-মৃত ময়েজ উদ্দিন মন্ডল, সাং-বাওনা, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করেন।