
মোঃ জাহিদ হোসেন দিনাজপুর:-
১৯ আগস্ট ২০২৫ খ্রি. দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত “ভিডিপি অ্যাডভান্স কোর্স”-এর প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃমারুফাত_হুসাইন মহোদয়।
অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ ব্যবস্থাপনা, আত্মরক্ষা কৌশল এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভিডিপি সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের স্বার্থে এবং জনগণের নিরাপত্তায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ভিডিপি সদস্যরা গ্রাম ও পাড়া-মহল্লায় আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সামাজিক সমস্যা সমাধানসহ জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
এসময় পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণকালীন অর্জিত জ্ঞান ও কৌশল বাস্তব জীবনে প্রয়োগ করার আহ্বান জানান এবং দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের মাধ্যমে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।