ঈদগাঁওতে মাঠে ফুটবল খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, প্রফুল্ল তরুনরা 

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারে ঈদগাঁওতে শতাধিক ফুটবলারদের নিয়মিত অনুশীলন চলছে। এতে গ্রামীন জনপদ থেকে বেড়ে উঠা তরুন প্রজন্মের খেলোয়াড়েরা বেশ প্রফুল্ল হয়ে পড়েছে। 

স্থানীয় রশিদ আহমদ কলেজের মাঠে ফুটবল ট্রেনিং সেন্টারের উদ্যোগে খেলোয়াড়দের নিয়ে চলছে অনুশীলন। এ সংগঠনটি কয়েকটি বছর ধরে চালিয়ে যাচ্ছে এমন কার্যক্রম। যার ফলেই উপজেলা,জেলা এবং জাতীয় মানের টিমে অংশ গ্রহণের সুযোগও পেয়েছেন একাধিক সদস্য। 

দেখা যায়,অনুশীলনে অংশ নেন বহু খেলোয়াড়। অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে নিজস্ব প্রচেষ্টায় খেলোয়াড়দের দেয়া হচ্ছে নানা রকম প্রশিক্ষণ। ঈদগাঁওতে ফুটবলারদের জন্য মাঠে অনুশীলন চালু রেখেছেন স্থানীয় ফুটবল ট্রেনিং সেন্টার। সেখানে খেলোয়াড়েরা প্রায় সময়ে অনুশীলন চর্চা করে যাচ্ছেন।  
তারা জানান, পাঁচটি ইউনিয়ন নিয়ে নবগঠিত ঈদগাঁও উপজেলা ভিত্তিক ফুটবলার তৈরিতে কাজ করে যাচ্ছেন সংগঠন। উপজেলা ফুটবল টিমের হয়ে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলছেন সংগঠনের সদস্যরা। নিজের অর্থায়নে এ অনুশীলন চালু রেখেছে বলে জানান তারা।

এলাকার কৃতিমান খেলোয়াড়দের মধ্য রয়েছেন,ফাহিম ঢাকা মোহামেডান, একরাম ওয়ান্ডারস ক্লাব, জাহেদ ঢাকা আবাহানী, আরফাত ঢাকা নবাবপুর, ইকবাল ঢাকা মোহামেডান, রাশেদ ঢাকা নবাবপুর, ইয়াছিন ঢাকা টঙ্গি ক্লাবের হয়ে খেলেছেন। তাছাড়াও রিফাত, তামিম, তৌহিদ, শাহজাহানসহ বহু খেলোয়াড় জেলাও বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন।

Leave a Reply