গাজীপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল

জুলফিকার আলী জুয়েলঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্ব পাড়ায় যথাযোগ্য মর্যাদায় ও শ্রদ্ধায় পালিত হলো বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন।

এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মোঃ সাইজুদ্দিন আহমেদ।


বিশেষ অতিথি ছিলেন কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ এ কে আজাদ, খন্দকার জুলফিকার জনি, মোঃ বারেক সরকার, মোঃ বাদশা ও জাকির।


বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশ ও জনগণের কল্যাণে তার নিরলস সংগ্রামের কথা তুলে ধরেন। তারা দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা ও মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পরে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করেন।

Leave a Reply