
সামছুদ্দিন জুয়েল :-
১০ আগষ্ট মধ্য রাত থেকে শেষ রাতের আধারে গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা কলমেশ্বর রোকেয়া স্মরণী স্কুল রোডে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৬জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানা পুলিশ। দুর্ধর্ষ এই ডাকাতির আলোচিত ঘটনায় ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের খবরে এলাকাবাসীর প্রশংসায় ভাসছে গাছা থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা মেট্রো থানায় সদ্য যোগদান কৃত অফিসার ওসি আমিনুল ইসলাম সন্ত্রাসী, হত্যা মামলার আসামি, আওয়ামী লীগ নেতা, মাদক কারবারিসহ দুর্ধর্ষ অপরাধীদের দ্রুত গ্রেফতার করে জনপ্রিয়তা অর্জন করেছেন গাছা এলাকার সর্বস্তরের মানুষের কাছে।
ডাকাত দলের গ্রেফতারকৃতরা হচ্ছে, মোঃ শামীম (৩৫), পিতা-মৃত রফিকুল, মোঃ মোশরাফ (৪২), পিতা-মৃত শহিদুল্লাহ, জাহিদুল ইসলাম মানিক। ২০), পিতা-মজবুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান রাফে অভি (২০), পিতা-মোঃ মোমিনুর ইসলাম, আজিজুল আহম্মেদ ওরফে সামি (২০), পিত্য-ইফতেখার আহম্মেদ, সাহদাত হোসেন শীতল (১৯), পিতা-বেলাল আহমেদ।
গাছা থানা সূত্রে জানা গেছে ১০ই আগষ্ট রাত্র অনুমান ০৩.১৫ ঘটিকা হতে রাত্র অনুমান ০৫.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে গাছা থানাধীন কলমেশ্বর রোকেয়া স্মরণী স্কুল রেডস্থ বাদর বর্ণত স্থায়ী ঠিকানার বাসার ভিতর অজ্ঞাতনামা ১১/১২ জন ডাকাত (ক) ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, (খ) ০৪টি হাত ঘড়ি মূল্য অনুমান ৩০ ০০০/- (ত্রিশ হাজার) টাকা, (গ) স্বর্নের কানের দুল ০২ জোড়া, আংটি ০২ টি, গলার চেইন ০২টি, বালা ০১ জোড়া এবং নাকফুল ০১টি সহ সর্বমোট ০৬ (ছয়) ভরি স্বর্ণ যার বর্তমান বাজার মূল্য অনুমান ৫,৭৫,০০০/- (পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা, (ঘ) ০১ টি TISSOT ব্র্যান্ডের হাত ঘড়ি যাহার মূলা-৪০,০০০/- (চলি-শ হাজার) টাকা, (৪) ০১টি জামদানী শাড়ি যার মূল্য অনুমান ১২,০০০/- টাকা, (চ) ০৩ টি স্যামসাং ব্র্যান্ডের এন্ড্রোয়েড মোবাইল ফোন এবং ০৩ টি বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন সর্বমোট মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সহ সর্বমোট ৯,০৭,০০০/- (নয় লক্ষ সাত হাজার) টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
পরবর্তীতে বাদী থানায় এসে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, গাছা থানা, জিএমপি, গাজীপুর, গাছা থানার মামলা নং ১২, তারিখ-১১/০৮/২০২৫ খ্রি.. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু করেন। মামলা রুজু হওয়ার সাথে সাথেই পুলিশ কমিশনার, জিএমপি, গাজীপুর মহোদয়ের সার্বিক তত্ত্বাবধনে উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) এর নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) এবং অফিসার ইনচার্জ, গাছা থানা, জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে থানার একটি চৌকস টিম মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ও ব্যাপক অভিযান পরিচালনা করে ডাকাতি সংগঠনের সাথে জড়ি৩ ০২ (দুই) জন সদস্যকে নরসিংদী জেলা মাধবদী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্য মতে ঢাকা দক্ষিণখান এলাকা হতে অভিযান পরিচালনা করে ডাকাত সংগঠনের সাথে জড়িত আরো ০৪ (চার) জন আসামি গ্রেফতা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের দখল হতে ০১। লুষ্ঠীত নগদ ১,৫৫,০০০/- (এক লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা, ০২। ডাকতির কাজে ব্যবহৃত ০২টি ধারালো দা, ০১ টি লোহার তৈরী সাবল এবং ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা গাজীপুর এবং রাজধানীসহ দেশজুড়ে সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের অনুসরণ করে সুবিধাজনক ভাবে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে টার্গেট করে ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের নামে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।