কুষ্টিয়ায় অতিবৃষ্টিতে বিভিন্ন ধরণের সবজি ও মরিচের ক্ষতি

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার চলতি মৌসুমে বিভিন্ন ধরণের সবজি চাষে সাফল্য পাচ্ছেন কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সবজি সরবরাহ করছেন তারা। তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজি ও মরিচ ক্ষেতের ক্ষতি হওয়ায় কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়।

বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমান আরো বাড়বে বলে জানিয়েছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৭ হাজার ৪৩২ হেক্টর জমিতে বিভিন্ন ধরণের সবজি চাষ হয়েছে। মরিচের চাষ হয়েছে ৩ হাজার ২৩৫ হেক্টর জমিতে। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবজি ও মরিচ ক্ষেতের সমারোহ থাকায় কৃষকরা ছিলেন আনন্দে। কিন্তু হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারনে কয়েকদিনের টানা বৃষ্টিতে নীচু এলাকার সবজি ক্ষেত ও মরিচ ক্ষেতের ক্ষতি হয়েছে।

ক্ষতি হয়েছে পানক্ষেতসহ অন্যান্য ফসলেরও। তবে বৃষ্টিতে পাটপচন ও রোপা আমন ধানের উপকার হওয়ায় অনেকটা স্বস্থিতে রয়েছেন বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের কৃষক আমজাদ হোসেন। একই কথা জানিয়েছেন স্বরুপপুর গ্রামের কৃষক নিজাম উদ্দিন। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে নীচু এলাকার সবজি ও মরিচ ক্ষেতের ক্ষতি হয়েছে। পানি নিস্কাশন না হওয়ায় জলাবদ্ধতার কারনে কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও ধান ও পাটের উপকার হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রমজান আলী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফী মো. রফিকুজ্জামান জানান, কয়েকদিনের বৃষ্টিতে নীচু এলাকার সবজি ও মরিচ ক্ষেতের কিছুটা ক্ষতি হয়েছে। বৃষ্টি না হলে ক্ষতিটা পুসিয়ে নিতে পারবে কৃষক। আর বৃষ্টি না হলে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবে কৃষক। তবে অব্যাহত বৃষ্টি হলেও ক্ষতির পরিমাণ বাড়বে। আর এর প্রভাব পড়বে সবজি বাজারে।

Leave a Reply