
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত ২ এর মহাপরিচালক (যুগ্ম সচিব) মোতাহার হোসেন সোমবার ২১ জুলাই ২০২৫ ইং তারিখ সকালে গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রংপুরের বিভাগীয় পরিচালক নুরুল হুদা, উপপরিচালক শাওন মিয়া, গাইবান্ধা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আবদুস্ সালাম, সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান,গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মকর্তা, গাইবান্ধা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান ও তদন্ত-২ এর মহাপরিচালক( যুগ্ম সচিব) মোতাহার হোসেন বলেছেন, নতুন প্রজন্মের চেতনায় দেশকে দুর্নীতি মুক্ত করা হবে। দুর্নীতির সাথে যে কারও জড়িত হওয়ার প্রমাণ মিললে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
মতবিনিময় সভা শেষে দুদক এর মহাপরিচালক গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার প্রদান করেন।