
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট :-
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার শামছুদ্দিন কমর উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে সামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন, চাপারহাট-এর আয়োজনে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ‘সামছুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে উপজেলার ৮টি ইউনিয়নের ফুটবল দল অংশ নেন। উদ্বোধনী খেলায় তুষভান্ডার ইউনিয়ন একাদশ – চন্দ্রপুর ইউনিয়ন একাদশ। প্রথম রাউন্ডের চতুর্থ খেলেয় অংশ নেন গোড়ল ইউনিয়ন একাদশ বনাম চলবলা ইউনিয়ন একাদশ।
সামছুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় বিএনপির গোড়ল ইউনিয়নে আহবায়ক গজর উদ্দিন পাটোয়ারী, এর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল।
অনুষ্ঠানে উপস্থিত আরো ছিলেন চাপারহাট বি এম কলেজের অধ্যক্ষ ও আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সহ ধর্মীনি আনোয়ারা বেগম, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক প্রভাষক সামসুজ্জামান সবুজ এবং ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন প্রমুখ।
প্রথম রাউন্ডের চতুর্থ খেলেয় অংশ নেন গোড়ল ইউনিয়ন একাদশ বনাম চলবলা ইউনিয়ন একাদশ। গোড়ল ইউনিয়ন একাদশ ১গোল ও চলবলা ইউনিয়ন একাদশ২গোল।