আজ হাকিমপুরে জাঁকজমক ভাবে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মাহাবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী দিনাজপুরের হাকিমপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার ১৯ আগষ্ট/২৫ ইং তারিখ সকালে হাকিমপুরনউপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্থানীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়েছে। পরে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁহার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা অর্পণ করা হয়। এর পর তাঁহার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনাও করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব মোঃ মোফাজ্জল হোসেন মোফা, মোঃ সোহেল রানা পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply