গাজীপুর সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিক তুহিন এর স্মরণ সভা ও দোয়া মাহফিল

জুলফিকার আলী জুয়েলঃ

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কোনাবাড়ী নিউ মার্কেটের দ্বিতীয় তলায় গাজীপুর সাংবাদিক সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন। সমিতির সাধারণ সম্পাদক তারিকুল জুয়েল এর সঞ্চালনায় বক্তারা তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করা হয়।


মোনাজাতের পূর্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুর রহমান মামুন বলেন এই এলাকার কোনো সাংবাদিককে যদি কোনো রাজনৈতিক নেতা বা অন্য কেউ অন‌্যায়ভাবে হুমকি,হামলা, ও হয়রানি করে আপনারা আমাকে জানাবেন আমরা স্থানীয় ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

তিনি আরো বলেন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ
পরিবেশনে আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো, ইনশাআল্লাহ।এসময় তিনি সাংবাদিক তুহিনের পরিবারের
সহায়তায় পাশে থাকারো প্রত্যাশা ব্যক্ত করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মিয়াজী, কোনাবাড়ী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ মোঃ জালাল উদ্দিন, কোনাবাড়ী নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১০ নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, কোনাবাড়ী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রীতম চাকলাদার, কোনাবাড়ী থানা জাসাসের সদস্য সচিব সেলিম রানা জয়, ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল, কোনাবাড়ী থানা যুবদল নেতা মোঃ আরিফ খান ও বিএনপি নেতা মিলন হোসেন।এছাড়াও কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, কোষাধ্যক্ষ জুলফিকার আলী জুয়েল, গাজীপুর সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, কোষাধ্যক্ষ নাছিমা আক্তার রেনু, সাংবাদিক আসাদুজ্জামান লিয়ন, শাহিন আলম, লাদেন মিয়া, ভোরের আকাশ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, সাংবাদিক আশা মনি, সাংবাদিক শাহ আলম সরকার, সাংবাদিক মুক্তা রিনাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার অন্যান্য সংবাদকর্মী অংশ নেন।

Leave a Reply