
নিজস্ব প্রতিনিধি :-
ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে রেলের চোরাই লোহার স্ক্রু ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি অটো-রিকশা এবং গ্রেফতার করা হয়েছে তিনজনকে।
১৬ আগস্ট ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ কেরানিগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় চিহ্নিত চোর চক্রের তিন সদস্য –মোঃ রবিন (৩৬), মোঃ রিয়াদ(২৬), মোঃ আনিছ গাজী (৫৪) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রেললাইন থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
গার্ড রেলের ১৮০টি স্পাইক স্ক্রু,
০২টি গ্রেডিং প্লেট,
এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি অটো রিকশা।
রেলওয়ে পুলিশ জানায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে রেললাইনের গুরুত্বপূর্ণ লোহার সরঞ্জাম চুরি করে বিক্রি করছিল। এসব সরঞ্জাম রেল চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো অভিযান চালানো না হলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারত।
বর্তমানে উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।