
নিজস্ব প্রতিনিধি :-
দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নে বিএনপির উদ্যোগে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শনিবার বিকেল ৫টায় ৫নং শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডাল্টনের সভাপতিত্বে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইউনিয়নের ফুলতলা বাজারের পাশে একটি চাতালে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, কোতোয়ালি বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, ৫নং শশরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির আনাফ সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারি, সাংগঠনিক সম্পাদক খাদেম চৌধুরী কচু, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং বাস্তহারা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচী চলাকালীন বক্তারা নতুন সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যদের নবায়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
এছাড়া, বিএনপির নেতারা রাজনৈতিক দলের শক্তি বৃদ্ধির জন্য সকলের একযোগে কাজ করার আহ্বান জানান। সদস্য সংগ্রহ ও নবায়ন প্রক্রিয়া বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, “আমরা একসাথে কাজ করলে তবেই আমরা জনগণের পাশে থাকতে পারবো এবং তাদের অধিকার রক্ষা করতে সক্ষম হবো।” জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদও সদস্য সংগ্রহ এবং নবায়ন প্রক্রিয়া দলের আগামী দিনের রাজনীতি শক্তিশালী করবে বলেও মন্তব্য করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫নং শশরা ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।