ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে ভেকু মেশিনে অগ্নি সংযোগ

আলমগীর শরীফ, ঝালকাঠি থেকে:-

ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ভেকু (স্ক্যাভেটর) মেশিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৫ আগষ্ট ২০২৫ ইং শুক্রবার গভীর রাতে উপজেলার সাউদপুর ব্রীজের ঢালে রাখা ভেকু মেশিনে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কাপড়ের টুকরায় পেট্রোল ঢেলে মেশিনটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। রাজাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ভেকুর মালিক তরিকুল ইসলাম তারেক( আওয়ামিলীগ নেতা ও সাবেক মেম্বার) জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে মেশিনটির ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ ও হাইড্রলিক্স বক্সসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি প্রাথমিক পর্যায়ে ধারনা করা হচ্ছে। ঘটনার পর পর-ই রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পেট্রোল ভর্তি একটি বোতল উদ্ধার করেছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত তা এখনো জানা যায়নি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, “ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave a Reply