ঘুমন্ত গাজীপুর সিটি কর্পোরেশনে অবৈধভাবে খাল দখলের মহা উৎসব

গাজীপুর প্রতিনিধি:


গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় চলছে অবৈধভাবে খাল দখলের মহা উৎসব। নগরীর প্রাণ ও পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য এসব খাল আজ প্রভাবশালী দখলদারদের করাল গ্রাসে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে, ফলে দখলদাররা বেপরোয়া হয়ে উঠেছে।

একসময়ের স্বচ্ছ ও প্রশস্ত খাল এখন ইট-বালুর বাঁধা ও বাণিজ্যিক স্থাপনায় রূপ নিয়েছে। এসব দখল ও ভরাটের কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। নগরবাসীর শঙ্কা, এই অবস্থা চলতে থাকলে সামনের বর্ষায় গাজীপুরে বড় ধরনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ অনিবার্য হয়ে পড়বে।

পরিবেশবিদরা বলছেন, নগরের টেকসই উন্নয়ন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ, খালের স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং সিটি কর্পোরেশনকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায়, উন্নয়নের স্বপ্ন জলাবদ্ধতার দুঃস্বপ্নে রূপ নেবে।

উপরোক্ত বিষয়গুলো নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি, সিটি কর্পোরেশনের প্রশাসককে না পেয়ে সিও সোহেল হাসান এর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়, সিটি কর্পোরেশনের অফিসে তাকে না পেয়ে মুঠো ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply