
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, ‘গণদেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান(আখতার), বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, বখতিয়ার আহমেদ কচি জেলা বিএনপির (স্থগিত) সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল ইসলাম, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউর রহমান রেজা সহ, অনুষ্ঠানে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করেন।