অস্ট্রেলিয়া প্রবাসী গীতিকবি আরমান হোসেন ভূঁইয়া: বাংলা গানের নীরব সৈনিক

এ.কে.এম. মুজাহিদুল ইসলাম,ঢাকা:

প্রবাসে থেকেও দেশের সংস্কৃতি ও সংগীতকে লালন করে যাচ্ছেন সিডনিপ্রবাসী গীতিকবি, লেখক ও সুরকার আরমান হোসেন ভূঁইয়া। দীর্ঘ ১৮ বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করলেও, তার হৃদয় পড়ে আছে বাংলাদেশে—বিশেষত বাংলা ভাষা, গান ও সাহিত্যের প্রতি গভীর ভালোবাসায়।

সাহিত্য ও গান—দুই ক্ষেত্রেই সমান পদচারণা

২০২৩ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার কবিতার বই “ইচ্ছে গুলো”, যা পাঠকের মনে দাগ কাটে। গীতিকবি হিসেবে তার লেখা গান গেয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় শিল্পীরা।

আগুন – “এই শহরে”

অবন্তী সিঁথি – “তোমাকে চাই”

মাহতিম সাকিব ও সাথী খান – “বন্ধুয়া বিহনে”

মারুফা তৃসা – “আকাশ নীলে” (সুর: সজীব দাস)

মির্জা নিশাত – “রাখবো তোমায় আদরে”

শিমুল হাসান – “তোমার কেন জ্বলে”

গগন শাকিব – “মানুষ তুমি বহুরূপী”

মোহাম্মদ মিলন – “হ্যাঁ হ্যালো”

মৌমিতা আফরোজ – “বন্ধু তুমি প্রবাসী”

নাট্যগীত রচনায়ও তিনি রেখেছেন স্বতন্ত্র ছাপ; যেমন রোজেন রহমান-এর কণ্ঠে “প্রেম তবু হারে না”।

আসছে নতুন গান

আগামী দিনে তার লেখা নতুন গান কণ্ঠে তুলবেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা—আসিফ আকবর, কনা, নদী, মৌসুমী আক্তার সালমা, কোনাল, রবি চৌধুরী, ডলি সায়ন্তনী, এস ডি রুবেল, তৌসিফসহ আরও অনেকে।

রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সৃষ্টি

সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি লিখেছেন “জাতীয়তাবাদী শক্তি” শিরোনামের একটি গান, যা গেয়েছেন রোজেন রহমান। গানটি শিগগিরই প্রকাশিত হবে এবং অনেকের প্রত্যাশা—এটি ৭০’র দশকের মতো নতুন প্রজন্মের চেতনায় গণঅভ্যুত্থানের বার্তা বয়ে আনবে।

দোয়া ও সমর্থন প্রার্থনা

বাংলা গান ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার এই প্রচেষ্টায় আরমান হোসেন ভূঁইয়া সকল প্রবাসী ও দেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। একইসঙ্গে বাংলা গান বেশি শোনার এবং এ বি এন্টারটেইনমেন্ট-এর পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Reply