বিকেএসপি কাপ টেবিল টেনিসে বিকেএসপি চ্যাম্পিয়ন

এম এস রহমান

সারা দেশে চলছে তারুণ্যের উৎসব। তারই ধারাবাহিকতা বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনায় তারুণ্যের উৎবকে সামনে রেখে অনুষ্ঠিত হলো বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্টের ৭ম আসর। টুর্নামেন্টে মোট ৮টি ইভেন্টের মধ্যে ৭টিতে বিকেএসপি’র খেলোয়াড়রা এক চেটিয়া প্রধান্য বিস্তার করে খেলে জয় লাভ করে এবং দলগত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।


বালক ও বালিকা অনূর্ধ্ব- ১৩ বিভাগে বিকেএসপির মৃদুল ও রংপুরের রায়হান রোজা চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব- ১৬ ইভেন্টে বিকেএসপির মৃদুল ও রাফিয়া চ্যাম্পিয়ন, পুরুষ ও মহিলা এককে বিকেএসপির আবুল হাসেম হাসিব ও রেশমি তঞ্চগা চ্যাম্পিয়ন এবং পুরুষ ও মহিলা দলগত ইভেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় খুলনা বিকোসেপির উপ-পরিচালক জনাব মো: শাহাদৎ হোসেন ও বিকেএসপি টেবিল টেনিস বিভাগের কোচগণ উপস্থিত ছিলেন।

২দিন ব্যাপি অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব ও একাডেমি হয়ে ২২ টি দলের মোট ১৩৪ টেবিল টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেন।

Leave a Reply