নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে তিন বছর পূর্বে ১০ শতক ক্রয়কৃত জায়গাতে বসত ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের বাঁধার সম্মুখীন হন সাফ কাওলা দলিলের মালিক স্বামী পরিত্যক্তা রহিমা খাতুন।
উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকার স্বামী পরিত্যাক্তা রহিমার খাতুন ও এলাকাবাসী জানান তিন বছর আগে সহোদর ভাই দেওয়ান আলীর কাছ থেকে আমি খতিয়ান ১৫ ও দাগ ২৭১২,, ২০ শতকের খাত ১০ শতক জায়গা সাফ কাউলা মূলে ক্রয় করি। শুক্রবার ২২ নভেম্বর উক্ত জায়গায় ঘর নির্মাণের জন্য সিমেন্টের ফিলার সহ অন্যান্য মালামাল নিয়ে কাজ শুরু করিলে, আমার অপর ভাই মোহাম্মদ আলীর হুকুমে দেওয়ান আলী, রাজন মিয়া গংরা তাণ্ডব চালিয়ে নতুন স্থাপনার ব্যাপক ক্ষয় ক্ষতি করে।
এছাড়াও পুরাতন বসতভিটায় হামলা চালিয়ে ব্যাপকই ক্ষতি করেন। উক্ত বিষয়ে জনৈক শফিক মিয়া ও শাফায়েত হোসেন জানান আমরা সহ এলাকার সকলেই জানেন যে রহিমা খাতুন উক্ত জায়গা ক্রয় করেছেন এবং তার কাছে সাফ কাউলা দলিলও রয়েছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহমেদ বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।