মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি
ভোট চাইতে গিয়ে হামলার শিকার হলেন দিনাজপুর বিরামপুর উপজেলা পদপ্রার্থী খোরশেদ আলম মানিক। আসন্নবর্তী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম মানিক অন্য দিনের ন্যায় আজ শুক্রবার সকাল ৯-৩০ মিনিট সময়ে দিওড় ইউনিয়নে ভোট চাইতে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের হামলায় আহত হয়েছেন খোরশেদ আলম মানিক।
এ ঘটনায় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপর সন্দেহ এনেছেন বলে জানান। গুরুতর জখম অবস্থায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলম মানিক এখন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। বিষয়ে তিনি জানান,আজ সকালে ভোট চাইতে দিওড় বটতলী হয়ে শৌলাহার মহল্লায় ভোট চাইছিলেন। এমন সময় মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ করে দুইটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে আঘাত করেন। সেই আঘাতে তিনি মাটিতে পড়ে যায় ফলে বেশ জখম হয়। কিছু বলার পূর্বেই দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোবাইল নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের শৌলাহার মহল্লার এলাকায় এ ঘটনা ঘটে। আহত উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম মানিক কে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ভাইস চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম মানিক আরও জানায়,যারা আমার উপর হামলা চালিয়েছে সরজমিনে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান।