আমি মুক্তভাবে প্রমানসহ সংবাদ প্রকাশ করতে চায়, এটা আমার অধিকার 

বিশেষ প্রতিনিধি

একটি রাজনৈতিক দল গত প্রায় ১৭ বছর আমার এই মাতৃভূমিতে ক্ষমতায় থেকে,  বিভিন্ন অসহায় মানুষদের জুলুম অত্যাচারসহ সমাজে অপরাধের মাত্রা অস্বাভাবিক করে তুলার কারণে বাংলাদেশের মানুষ অত্যাচার জুলুমের বিরুদ্ধে রুখে দাড়িয়ে সেই রাজনৈতিক দলকে গত ৫ আগস্ট বিতাড়িত করেছে। যা আমার এই দেশের ছাত্রসমাজ ও অভিভাবকসহ সাধারণ রিকসাশ্রমিক ও সাধারণ জনগণের রক্ত ঝরানো ফসল। আমরা সহজে সেই কষ্টে অর্জিত বাংলাদেশকে রাজনৈতিক মারপ্যাচে ধ্বংস হতে দিতে পারিনা। ১৭ বছর ধরে দেশের কয়েকটি রাজনৈতিক দল বা ব্যক্তি রাজপথে উঠে অন্যায়ের প্রতিবাদ টুকু করতে পারেনি। বা তাদের সেই স্বাধীন ভাবে কথা বলার সুযোগ থেকে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল। যা বাংলাদেশের সকল মানুষের অজানা কিছু নয়। যদিও মাঝে মাঝে বিশ্ববাসীর নজর কাড়তে কিছু সভাসমাবেশ করতে দিলেও ষড়যন্ত্র করে তাদের সেই আন্দোলন সভাসমাবেশ পন্ড করার অনেক নজীর রয়েছে। এখন আসি ৫ আগস্টে স্বাধীন পাওয়া এই সোনার বাংলাদেশে। যে সব রাজনৈতিক দল রাজপথে উঠতে পারেনি সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেনি। ৫ আগস্টের পর সেই সব রাজনৈতিক দল বা ব্যক্তি উন্মুক্ত ভাবে ও স্বাধীন ভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এতে দেশের জনগণ খুবই আনন্দিত ও খুশি হয়েছে। কিন্তু সামপ্রতি একটি উন্মুক্ত বড় রাজনৈতিক দলের কিছু ব্যক্তির কারণে বড়ো সেই রাজনৈতিক দলের খুবই জনগণের কাছে বদনাম রচিত হচ্ছে। মাজে মাজে অনেককে এটাও বলতে শুনি। যে এই দেশথেকে শিয়াল তাড়িয়ে তো বাঘ নিয়ে এলাম। এমন কথা শুনলে আমি অনেকটা কষ্ট পায়। সচেতন বাংলাদেশের নাগরিকগণ এটাও বলেন ১৭ বছর ধরে যারা আমাদের জুলুম করেছে। এই রাজনৈতিক দলের থেকে তো তারা ভালো ছিলো। এরা তো তাদের থেকে ভয়ংকর ক্ষমতায় আসেনি তাই এদের এই অবস্থা আর ক্ষমতা পেলে এরা সমাজের জন্য কি করবে। এরা তো পুরো দেশটাই ধ্বংস করে খেয়ে ফেলবে। এমন হাজার অভিযোগ বড় ওই রাজনৈতিক দলের বিরুদ্ধে ঘুরপাক খাচ্ছে। অতএব দেশ সংস্কার করার আগে বড় ওই রাজনৈতিক দলের প্রতি আমার ব্যক্তিগত আহবান আগে দলের সংস্কার করে সাধারণ জনগণের ভালোবাসা অজর্ন করুন। দলের মধ্যে যারা লুটপাট ও সমাজকে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্য দখলবাজি, চাঁদাবাজিসহ দাঙ্গা ফ্যাসাদে লিপ্ত দলিয় ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ভাবে শাস্তি নিশ্চিত করুন। দল সংস্কার না করতে পারলে দেশ সংস্কার করা সম্ভব নয়। দেশ জাতি ও মানুষকে আমি ভালবাসি। আমি সংবাদ কর্মী সকল রাজনৈতিক দলের কাছে আমার স্বাধীনতা চায়। অপরাধ দেখলে আমার কলম সেই অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে চায়। আমি কেন ৫ আগস্টের পরেও সেই পালিয়ে থাকা রাজনৈতিক নেতাদের হুমকির মতো এখন মুক্ত স্বাধীন বড় রাজনৈতিক নেতা নেতৃবৃন্দের কাছে সংবাদ প্রকাশের জন্য হুমকি পাবো। ৫ আগস্টে স্বাধীন পেয়েছে আমার দেশের কোটি জনগণ আমি কেন স্বাধীন নয়। আমি স্বাধীন ভাবে অপরাধীর বিরুদ্ধে প্রমাণসহ সংবাদ প্রকাশ করতে চায়। সেই স্বাধীনতা আমার অধিকার। অতএব আমার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান মুক্ত সকল রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আহবান রেখে শেষ করছি। ৫ আগস্টে স্বাধীন হওয়া বাংলাদেশের সচেতন নাগরিক আমি সাংবাদিক কামাল।

Leave a Reply