নান্দাইলে অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মীভূত কোটি টাকার ক্ষয়ক্ষতি

রফিকুল ইসলাম(নান্দাইল)প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নান্দাইল উপজেলা সদর পুরাতন বাজার স্বর্ণপট্টিতে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। হঠাৎই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস খবর দেয়। পরে নান্দাইল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ততক্ষনে উক্ত অগ্নিকান্ডে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ঔষধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টস ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুলের কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আ. মতিন মীরের স্বর্ণের দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিনের হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ ফল ব্যবসায়ীদের সুমন মিয়া বলেন, আমার একমাত্র উপার্জনের সম্বল ফলের দোকানটি সহ আগুনে আরও ১০টি দোকান পুড়ে গেছে। এই আগুনে সকলের প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিমউল্লাহ লিটন সহ দলীয় নেতৃবৃন্দ আগুন নেভাতে ফায়ার সার্ভিস ইউনিটকে সহযোগিতা করেন। পরদিন শুক্রবার সকালে পুনরায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রী ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসি এমপি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সকল ব্যবসায়ী ও দোকান মালিকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনের পাশাপশি আর্থিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। নান্দাইল ফায়ার সার্ভিসের ট্রীম লিডার রেজাউল করিম বলেন, বাজারের অগ্নিকান্ডে ১০ থেকে ১২ টি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুন লাগল বা কি পরিমান ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে, এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply