টঙ্গীতে আইন-শৃঙ্খলা চরম অবনতি সংঘর্ষে আহত- ৮

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে গাজীপুর মহানগরীর ৫৬ নং ওয়ার্ড গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত একটা পর্যন্ত চলে কয়েক দফা সংঘর্ষ।

সংঘর্ষে আহতরা হলেন, গাজীবাড়ি এলাকার বিল্লাল হোসেন(৪৬),আমির হোসেন(৪২),জুথি(২২),ফয়েজ(৮০),হৃদয়(২৫)। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গীরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় অপর তিনজনের অবস্থার অবনতি হওয়ায় শাকিল(১৭),জয় মজুমদার(২৫) ও বোরহানকে(২০) প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে(পঙ্গু হাসপাতাল) পাঠানোর পরামর্শ দেন।

স্থানীয়রা জানায়, শনিবার সাড়ে নয়টার টঙ্গীর গাজীবাড়ি এলাকার মাদক কারবারকে কেন্দ্র করে সোহেল-রুবেল গ্রুপের সাথে জয়-জতি গ্রুপের সংঘর্ষ বাধে।এতে জয়,শাকিল ও বোরহান গুরতর আহত হন।পরে কয়েক দফা মারামারি ঘটনা ঘটে। রাত একটার দিকে ফের সোহেল- রুবেল গ্রুপের ৩০-৪০ জন কিশোর ধারালো ছুরি,চাপাতি ও পিস্তল নিয়ে গাজীবাড়ি এলাকার দোকানে ও কয়েকটি বাড়িতে ভাঙ্গচুর চালায়। এরই এক পর্যায়ে ওই এলাকার একটি গ্যারেজে থাকা প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়।পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

পরদিন রোববার বিকেলে স্থানীয় বাড়ির মালিকরা এ অভিযোগ জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাড়ির মালিক বলেন,শনিবার গভীর রাত পর্যন্ত কয়েক দফা মারামারি ঘটনা ঘটেছে।আমাদের এলাকার কয়েকটি দোকানে ও ভাড়িতে ভাংচুর চালায় সোহেল-রুবেল গ্রুপের কিশোররা।এ সময় আমাদের এলাকার সাধারণ লোকজনকেও কুপিয়ে আহত করে।পুলিশে ফোন করলে পুলিশ আসেনি।আমরা আতঙ্কে রয়েছি। এতে করে আমরা বর্তমানে আইন-শৃঙ্খলার চরম অবনতির মধ্য দিয়ে পার করছি।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম মামনুর রশিদ বলেন,ঘটনাটি আমার জানা ছিলো না।এখন জানলাম। থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। পুলিশ পাঠাবো।

Leave a Reply