র‍্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর জেলার কোতায়ালী থানা এলাকা হতে বিদেশী রিভলবার ও ৫ রাউন্ড তাজা গুলিসহ বিপুল পরিমান অবৈধ মাদকদ্রব্য উদ্ধার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন অবৈধ অস্ত্র উদ্ধারসহ সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এসকল অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই, ২০২৫ তারিখ সময় ০৭.৪০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউনিয়নের দক্ষিণ দাইনুর কনজকুড়ী গ্রামস্থ জনৈক মোঃ সাগর বাবু (২১), পিতা- মোঃ আনোয়ার হোসেনের বসত বাড়ির উত্তর পার্শ্বের শয়ন কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ সাগর বাবু এর ফেলে যাওয়া ০১টি বিদেশী রিভলবার ও ০৫ রাউন্ড তাজা গুলি সহ ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল বিদেশী মদ এবং ০৩ পিস নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে।

পলাতক আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করেছে।

Leave a Reply