
সৈয়দ সময় ,নেত্রকোনা ;
নেত্রকোণার মোহনগঞ্জে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস), মোহনগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় সভা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আর্নিক টাওয়ারে আয়োজিত এ সভায় ঔষধ ব্যবসার শৃঙ্খলা, মান নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি জ্যোতি লাল রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার ঔষধ তত্ত্বাবধায়ক খন্দকার হাফসা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি আব্দুর রউফ।
এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি ফরহাদ আহম্মেদ, সহ-সভাপতি সনজিৎ কুমার সাহা রায় (রিন্টু), সদস্য মোঃ মোজাম্মেল হক সবুজ, প্রণব রায় রাজু, মোঃ আনোয়ার হোসেন এবং মোহনগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি এম আর ইসলাম চঞ্চল ও মাখন গুপ্ত প্রমুখ।
সভায় বক্তারা নকল ঔষধ প্রতিরোধ, বৈধ ব্যবসার গুরুত্ব, লাইসেন্স নবায়ন, এবং ড্রাগ আইন মেনে চলার ওপর জোর দেন। জনস্বাস্থ্য সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে এই ধরনের মতবিনিময় সভার গুরুত্ব তুলে ধরা হয়।