ঈদগাঁওতে দোকানে নিত্যপণ্যের মূল্য তালিকা টাঙানো নেই 

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

নিত্যপণ্যের মূল্য তালিকা দোকানে টাঙ্গিয়ে রাখার নিয়ম থাকলেও ঈদগাঁওতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে নেই তালিকা। যার ফলে দামের ক্ষেত্রে নানাভাবে বিপাকে পড়েন ক্রেতারা। বাজার মনিটরিং পূর্বক দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ের রাখারও দাবী।

দক্ষিণ চট্টগ্রামের গুরুত্ববহ ঈদগাঁও বাজারের দোকানদারের সেই নিয়ম মানছেনা। কিছু কিছু দোকানে এসব তালিকা চোখে পড়লেও অধিকাংশ দেকানে কিন্তু নেই। বাজারের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।

বিশেষ করে মুদির দোকানগুলোতে নিত্যপণ্যে সামগ্রীর দাম একেক একেক ধরনের। যাতে বৃহৎ এলাকার ক্রেতারা প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে গিয়ে চড়া দামে কিনতে হচ্ছে। তাদের চোখেমুখে যেন হতাশার চাপ। বেকায়দায় নিন্ম ও মধ্যবিত্ত ক্রেতারা।

কাসেম,পেঠানসহ অনেক ক্রেতারা জানান, বাজার তদারকি পূর্বক সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্বে বিহীন ব্যবস্থাসহ মুদির দোকানসমুহে দৈনিক নিত্যপণ্যের দামের তালিকা টাঙ্গানোর সু-ব্যবস্থা করা হউক। যাতে করে, ক্রেতারা সঠিক দামে মালামাল ক্রয় করতে পারে। বাজার মনিটরিংয়ের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক পযার্য়ে রাখার প্রতিও আহবান জানান।  এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনাসহ সপ্তাহে একবার ঈদগাঁও বাজারও উপবাজারে ব্যবসায়ীক প্রতিষ্ঠান সমুহে মনিটরিং করার দাবী জানান।

Leave a Reply