রাজু আহাম্মেদ গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈরে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের উদ্যোগে “আল্লাহ বাঁচাবে প্রাণ, আমরা করব রক্তদান” শ্লোগানে এক বিশেষ রক্তদান ক্যাম্প ও নবনির্বাচিত জেলা শাখা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের সামনের প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়, যেখানে ১৫০ জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সবুজ মোল্লা জিকু, মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
জনাব আল-আমিন খান কেন্দ্রীয়, সাধারণ সম্পাদক, মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গাজীপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসাইন মন্ডল। এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুর ইসলাম মুন্না, সভাপতি, জামালপুর জেলা সমিতি এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পলাশ সরকার, চেয়ারম্যান, সরকার এন্টারপ্রাইজ এবং ফয়সাল মাহমুদ শাকিল, ট্রান্সপোর্ট অফিসার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
শাহাদাত রহমান, শাহাদত টেলিকম অনলাইন রিচার্জ পয়েন্ট, শ্রী মানিক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন।
সুভাষ দাস পল্লী চিকিৎসক, নজরুল ইসলাম উপদেষ্টা মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন।
আমন্ত্রণ অতিথি রুবেল মিজি বিশিষ্ট ব্যবসায়ী। সাব্বির মুন্সি বিশিষ্ট ব্যবসায়ী। লোকেশ দাস পল্লী চিকিৎসক।
মোঃ রাজু আহমেদ ফটো সংবাদ, জাতীয় দৈনিক একুশের সংবাদ। কবি ও সাংবাদিক মশিউর রহমান, সাধারণ সম্পাদক বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন। তারেক রহমান জাহাঙ্গীর কার্যকরবাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশন। সাদেকুল ইসলাম কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন। রাশিদুল ইসলাম রাকিব দপ্তর প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন।আব্দুল্লাহ রতন, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
শরিফুল হক শান্ত কেন্দ্রীয় সাংস্কৃতিক যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক।
উপস্থাপনায়- আল -আমিন খান সাধারণ সম্পাদক মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন।
আল্লাহ বাঁচাবে প্রাণ আমরা করব রক্তদান এই স্লোগান নিয়ে,
মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন গাজীপুর জেলা শাখা উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন ক্যাম্পেইন করা হয়। ক্যাম্পিংয়ে ১৫০ + মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আল্লাহ বাঁচাবে প্রাণ আমরা করব রক্তদান, নবনির্বাচিত কমিটি মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন গাজীপুর জেলা শাখার সভাপতি মাসুদ রানা মোহন। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। কোষাধ্যক্ষ জাফর আলী খান। সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। দপ্তর সম্পাদক শাহরিয়ার নাফিজ। প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন মোঃ এরশাদ। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতাউর রহমান।
ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক নাদিম আহমেদ জয়। ধর্মীয় বিষয়ক সম্পাদক রাতিন আদনান। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক অনিক দাস। নারী ও শিশু বিষয়ক সম্পাদক হিরা মনি আক্তার সুমাইয়া। পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাঈম আহমেদ। সাংস্কৃতিক ও যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রাজা। জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম আইয়ান। ত্রাণ বিষয়ক সম্পাদক মনসুর মিয়া। রক্তদাতা তৈরি বিষয়ক সম্পাদক ফারুক মিয়া। ডোনার ডাটা তৈরি সম্পাদক রানা খান। কার্যনির্বাহী সদস্য ফরহাদ হোসেন তুহিন।
এদিন মানবিক হা-মীম যুব ফাউন্ডেশনের গাজীপুর জেলা শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাসুদ রানা মোহন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন হুমায়ুন কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন রক্তদান ক্যাম্পের ব্লাড ক্যাম্পিং বিষয়ক সম্পাদক নাদিম আহমেদ জয়, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক অনিক দাস এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক নাঈম আহমেদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়ে রক্তদানে উদ্বুদ্ধ হন।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ সবুজ মোল্লা জিকু বলেন, “আমাদের উদ্দেশ্য হল মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা এবং অসহায়দের জন্য সাহায্যের হাত বাড়ানো। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।”
এই কর্মসূচিটি স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেছে।