
মোঃ ফরহাদ হোসেন গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজারের আড়ত ফল পট্টিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ১৪ টির অধিক দোকান ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি সাধন।
সে সকল ব্যবসায়ীদের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব ফয়সাল আহমেদ সরকার ও বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তানভীর সিরাজ উপস্থিত হন।
এ সময় তারা ব্যবসায়ীদের সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। এবং ব্যবসায়ীদের যে কোন সাহায্য সহযোগিতা লাগবে তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সহ-সভাপতি জনাব গিয়াস উদ্দিন। যুগ্মসাধারণ সম্পাদক জনাব আমিনুল ইসলাম। সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।